(৩) পার্টি অফিসের সামনে আসিফ এসে বাইক থামালো। পথে দেরী হয়েছে একটু, সিনিয়র নেতা আজগর ভাইয়ের সাথে দেখা হয়েছিল। কালু এসে দরজা খুলেছে আগেই। আসিফ বাইকটা সাইড করে রেখে ঘড়ি দেখলো সাড়ে নয়টা বাজে। নিশা চলে গেছে এতক্ষণে , আসিফের রাগ লাগছে, অকারণে একটা ঝাড়ি লাগালো কালুকে। তারপর বললো, “মন্টুর দোকান থিকা নাস্তা নিয়ে […]
বিস্তারিত(১) শহরের শেষ মাথায় চওড়া লাল ইটের রাস্তাটা ,সামনে তাকালে মনে হয় কোনদিন যেন শেষ হবে না। কিন্তু রাস্তাটা শেষ হয়েছে চৌধুরী পুকুর পাড়ে। নামেই পুকুর, আসলে ওটা দিঘির মতো বড়, লম্বায় এপার ওপার দেখা যায় না। পুকুরের ঘাট চৌধুরী সাহেবরাই বাঁধিয়ে দিয়েছেন। ঘাট লাগোয়া দুটে বকুল ফুলের গাছ আছে। এই লাল ইটের […]
বিস্তারিত